Sun. Oct 1st, 2023

ভাবছিলাম এই ভিডিওটা কোনদিনই আমি ফেসবুকে শেয়ার করবো না। কেন করতে চাইছিলাম না,সেটা ভিডিওটি পুরোটা খেয়াল করে শুনলেই বুঝতে পারবেন। কিন্তু বাবা দিবসে আপনাদের লেখাগুলো পড়ে আমার আব্বার কথা খুব মনে পড়াই ভিডিওটি শেয়ার করলাম। আমি চেয়ারম্যান মেম্বর হতে চাইছি বলে কেউ ভুল বুঝবেন না,প্লিজ। আমি কোনদিনই নেতা-ফেতা হবো না। লেইখা রাহেন।

আমি আমার মরহুম দাদা,নানা এবং আমার আব্বার দেখানো পথেই শুধু হাটতে চাই। আর কিছু না।
প্লিজ ডিস্টার্ব কইরেন না আমাকে।
আমি জানি খোলামেলা কিছু কথা বলার কারনে আমার জীবনও অনেক ঝুঁকিপুর্ণ হতে পারে! শহীদ সাংবাদিক নাদিমের পরিনিতিও ভোগ করা লাগতে পারে! কিন্তু রাখে আল্লাহ,মারে কে!
“উদয়ের পথে শুনি কার বাণী,
ভয় নাই ওরে ভয় নাই!
নিঃশেষে প্রাণ যে করিবে দান
ক্ষয় নাই তার ক্ষয় নাই!”
(আমাকে না জানিয়ে ভিডিওটি করেছিলেন সাটুরিয়ার অন্যতম অকুতোভয় সাংবাদিক আবু বক্কর সিদ্দিকী জসিম ভাই)
হাবিবুল্লাহ মিজান
১৯ শে জুন,২০২৩
ধাকা,বাংলাদেশ
আপনার মূল্যবান মতামতটি শেয়ার করুন